
মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলা প্রতিনিধি,রংপুর:
জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুবসংহতির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেয়ার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রংপুর জেলা যুবলীগের নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল করেছে।
আজ ১৭নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে নেতা-কর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন।
রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শেখ সাদী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান শাহীন, জেলা যুবলীগের সদস্য ও ১৫ নং ওয়ার্ড সিটি কাউন্সিলর মো. জাকারিয়া আলম শিবলু ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা এঘটনায় জড়িত ও অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
সমাবেশে প্রধান বক্তা কামরুজ্জামান শাহীন বলেন, যুব সংহতির ব্যানারে মিছিলের পিছন দিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়া হয়েছে। ওই দিন যারা এমন অরুচিকর স্লোগান দিয়েছিলো তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা না হলে আমরা যুব লীগ নেতৃবৃন্দ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো।