মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছায় ছোলা খাওয়ার সময় গলায় আটকে আহসান হাবীব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিশুটির মা গ্রামের এক ফেরিওয়ালার কাছে ছোলা কিনে খাচ্ছিলেন। এ সময় শিশুটিও কয়েকটি ছোলা খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আহসান হাবিবের মৃত্যু হয়।
শ্বাসনালিতে ছোলা আটকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান বলেন, শিশুটিকে নিয়ে মেডিকেলে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। এ হৃদয় বিদারক ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।