
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : আইন- শৃঙ্খলা পরিচালনায় বিশেষ অবদানের জন্য রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।সোমবার রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপারদের মধ্যে তাকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়। পরে ডিআইজি দেবদাস ভট্টাচার্য ইউসুফ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।জানা গেছে, গত অক্টোবর-নভেম্বর মাসে পঞ্চগড় জেলার আইন- শৃঙ্খলা পরিচালনায় বিশেষ অবদান রাখায় মোহাম্মদ ইউসুফ আলীকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করে পুরষ্কার প্রদান করা হয়েছে। এসময় রংপুর রেঞ্জের বিভিন্ন কর্মকর্তারাসহ রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।