
এএসএম সা’-আদাত উল করীম:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ মুজিব বর্ষের অনুষ্ঠানে সফর বাতিলের দাবিতে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ভারতে মুসলিম নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, মসজিদ ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবিতে ৬ মার্চ বিকেলে শহরের (পিটিআই) প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মোখছেদুর রহমান, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমেদ ও পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।