crimepatrol24
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মির্জাপুর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ছাত্রদল নেতা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে সাবেক ছাত্রদল নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। একই সঙ্গে ইতিপূর্বে মনোনয়ন দেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের দলীয় মনোনয়ন বহালের দাবি করেছেন ফতেপুরসহ সাত গ্রামবাসী।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে উপজেলার আনাইতারাসহ আটটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আনাইতারা ইউপির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ প্রার্থী মনোনীত করে গত ৪ ডিসেম্বর দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত পত্রে জানানো হয়। যা আওয়ামী লীগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। পরদিন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়ন সংক্রান্ত পত্রে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা (মির্জাপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলের এজিএস প্রতিদ্বন্দ্বিতাকারী) মীর শরীফ হোসেনকে মনোনীত করা হয়। তিনি নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে মনোনয়নের পর দলীয় প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির সদস্য মীর সাজ্জাত হোসেন সাজুর ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মীর শরীফ হোসেনকে মনোনয়ন দেওয়াতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

আজ মঙ্গলবার ইউনিয়নটির চামারী, ফতেপুর, মশাজান, চৌবাড়িয়া, আগচামারী, দাতপাড়া ও কালামজানী গ্রামের কয়েক শ মানুষ বিক্ষোভ করে। বিকেলে ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ছাড়াও অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, গল্লী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, লাউহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সতীশ চন্দ্র দাস, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ মাজমূল হক, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান ও আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তৃতা করেন।

বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, ৪ ডিসেম্বর মনোনয়ন পাওয়াদের তালিকায় আমার নাম ছিল। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় ওয়েবসাইটেও আমার নাম এখনও আছে। কীভাবে সাবেক ছাত্রদল নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার বোধগম্য নয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হতাশ হয়েছেন। তিনি তাঁর মনোনয়ন পূণর্বহালের জন্য দলের মনোনয়ন বোর্ডে লিখিত আবেদন করেছেন।

মুঠোফোনে মীর শরীফ হোসেন বলেন, মনোনয়ন পরিবর্তন দলের সিদ্ধান্তের বিষয়। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইসলামপুরে ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে সেই অধ্যক্ষ’র কুশপুত্তলিকা দাহ, শাস্তির ও অপসারণ দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ডিমলায় সদ্য বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার গ্রেফতার

গাইবান্ধায় ডিবি’র অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১০

ডোমারে ল্যাম্বের প্রজেক্ট ক্লোজিং সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ

ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে ডাঃ সোহান চৌধুরী’র ফ্রী মেডিকেল ক্যাম্প

জগন্নাথপুর পৌর নির্বাচন স্থগিত

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

হোমনায় ‘উগ্র হিন্দুত্ববাদী স*ন্ত্রাসী সংগঠন ইসকন’ নিষিদ্ধের দাবি