রংপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের মিঠাপুকুরে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে তোপ ধ্বণির মাধ্যমে দিবসের সূচনাসহ মিঠাপুকুর কলেজ মাঠে কেন্দ্রীয় শহডদ মিনারে পুষ্পমাল্য প্রদান করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং পুলিশ সদস্যবৃন্দ।
পুস্প মাল্য অর্পণ শেষে শহিদদের আত্নার মাগফেরাতসহ দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।
মিঠাপুকুর বিএনপি নেতা গোলাম রব্বানীর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় র্যালীসহ শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।
এসময় মিঠাপুকুর বিএনপি নেতা গোলাম রব্বানীসহ বিভিন্ন নেতাকর্মী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এসময় কুটির শিল্পের প্রদর্শনী পণ্যগুলো সরাসরি বিদেশে রপ্তানিকরণে সার্বিক সহায়তা প্রদানের জন্য উদ্যোক্তাগণকে আশ্বাস দেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ। পরে বিকেল ৩টায় উপজেলা প্রশাসন বনাম সুধীবৃন্দের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা মোঃ এনামুল হক ও মিঠাপুকুর উপজেলা জামাতের আমীর আসাদুজ্জামান শিমুল এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ বিজয় র্যালীসহ মিঠাপুকুর ওভারব্রিজের নিচে সমাবেশ করে।
এবি পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল বাছেত মারজান এর নেতৃত্বে এবি পার্টি মিঠাপুকুর শাখার নেতাকর্মীবৃন্দ বিজয় র্যালীসহ তাদের দলীয় কার্যালয়ে আলোচনাসভা করে।
এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথক পৃথক নানা কর্মসুচির মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করে।