মধুপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের বেরীবাইদ ইউনিয়নের উত্তর জাঙ্গালিয়া গ্রামের এক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে কয়েক বছর যাবৎ ধর্ষণ করে আসছে বলে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা করায় আসামী পক্ষ বাদীকে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানান মামলার বাদিনীর পিতা। এমনকি মামলার স্বাক্ষীদেরকেও হুমকি দিচ্ছে বলে জানান তিনি।
জানা যায়, উপজেলার বেরীবাইদ ইউনিয়নের উত্তর জাঙ্গালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লাভলু হাসান (২৫) একই এলাকার পার্শ্ববর্তী বাড়ীর এক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে কয়েক বছর যাবৎ ধর্ষণ করে আসছে। মামলার বাদিনী জানায় পূর্ব হইতে অভিযুক্ত লাভলুর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকাবস্থায় ২ (দুই) বছর পূর্বে কাকরাইদ এলাকার জনৈক হোসেন আলীর সাথে কাবিন রেজিষ্ট্রি মূলে তাদের বিবাহ হয়। বিবাহের পর হতেই অভিযুক্ত লাভলু তাকে বিবাহ করিবে বলিয়া নানাভাবে ফুঁসলাইয়া আসতেছিলো। ফুসলানোর কারণে বিবাহের ১৫ (পনের) দিন পর স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ীতে চলিয়া আসে। প্রেমের সম্পর্কের জের ধরিয়া অভিযুক্ত লাভলু তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে কয়েক বছর যাবৎ ধর্ষণ করে আসছিলো। গত ১৪ (নভেম্বর) রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় অভিযুক্ত লাভলু বাদিনীর বাড়ীতে আসিয়া তাকে ফুঁসলাইয়া ধর্ষণ করে। ওই সময় বাদিনীর মা শব্দ শুনিয়া ঘুম হইতে সজাগ পেয়ে অভিযুক্ত লাভলুকে দেখতে পেয়ে তাকে আটক করে। পরবর্তীতে অভিযুক্তর আত্মীয়স্বজন এসে বিবাহের প্রস্তাব দিয়ে লাভলুকে নিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত লাভলু বাদিনীকে বিবাহ না করে নানাভাবে টালবাহানা করে আসায় ভুক্তভোগী এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা করায় আসামী পক্ষ বাদীকে নানা ধরনের হুমকি দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে বাদী পক্ষ। মধুপুর থানার মামলা নং- ১১।