crimepatrol24
১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে মেঘনা ও ব্রহ্মপুত্রে অভিযান: ৫ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৬, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ রিংজাল (চায়না দোয়ারি) জব্দ করে ধ্বংস করেছে মৎস্য বিভাগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর ও কালিকাপ্রসাদ এবং মেঘনা নদীর আগানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে পানিতে পাতা ৫৫টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বিকেলে ভৈরবের পুরাতন মেঘনা ফেরিঘাটে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভৈরব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, “রিংজাল ব্যবহারে মা মাছ ও পোনামাছ আটকে যায়। এতে মাছের প্রজনন ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। তাই সরকার এই জাল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।”

তিনি আরও জানান, ‘মৎস্য বিভাগ ও ভৈরব নৌ থানার সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও জলজপ্রাণী সংরক্ষণে কার্যকর অগ্রগতি হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়