হালিম সৈকত।।
আমরা আপনাদের এলকার সন্তান বন্যার্তদের মাঝে ত্রাণ নয়, সাহায্য বা সহযোগিতা নয়, এটা এলাকার মানুষের প্রতি আমাদের ভালোবাসার উপহার ৷
গোমতি নদীর ভাঙ্গনে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে৷ অসহায় হয়ে পড়ে এলাকার আপন মানুষগুলো। তাদের পাশে দাঁড়াতে ঢাকা উত্তরা থেকে উপজেলার মহালক্ষী পাড়া গ্রামের সন্তান মোঃ জাহিদুল ইসলামের প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন কামরুল মোল্লা, মনির হোসেন সরকার, শরিফুল ইসলাম, ওমর ফারুক, আসিফ মাহমুদসহ আরো অনেকে৷ তারা হাজির হন বন্যা কবলিত পরিবারের জন্য চাল,ডাল, তেল,লবণ, আলু, পেঁয়াজ ও শিশুদের জন্য বিস্কিট এবং স্যালাইন ,প্যারাসিটামল, ব্যাথানাশক ঔষুধ ,গ্যাস্ট্রিকের ও চুলকানির ওষুধসহ খাদ্য সামগ্রী নিয়ে৷ তাদের সামান্য উপহারকে ত্রাণ নয় এলাকার মানুষের জন্য ভালোবাসা বলে এসব সামগ্রী পৌঁছে দেন বন্যা দুর্গত এলাকায়৷ এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মহসিন কবির সরকার,কাজী মোবারক হোসেন, মোঃ হাসান ভুঁইয়া, শরাফ উদ্দিন, শাহজালাল সরকারসহ গ্রামের স্বেচ্ছাসেবকগণ৷
এ সময় তারা বলেন, এলাকার মানুষের প্রয়োজনে আবারো তাদের পাশে থাকতে ভালোবাসা নিয়ে হাজির হবো, ইনশাআল্লাহ৷