রাজশাহী প্রতিনিধি>>
রাজশাহীর পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৭ লাখ টাকা। আর বকেয়া পরিশোধ না করার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিস।
তবে বিদ্যুৎ অফিস বলছেন, বকেয়া পরিশোধ করতে একাধিকবার লিখিত ভাবে অবগত করা হলেও পৌর কর্তৃপক্ষ সাড়া দিচ্ছেন না।
জানাগেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেয়া হয়। গত কয়েক মাসে এই তিনটি সংযোগ মিলে মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পৌরসভায় বকেয়া বিল সাড়ে ৭ লাখ টাকা। আমরা বিষয়টি পৌরসভাকে কয়েকবার অবগত করেছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করছেন না। যার কারণে আজ (মঙ্গলবার) সকালে শুধুমাত্র পৌরসভার অফিস বাদে সড়ক বাতি ব্যবহারের জন্য নেয়া বাকি দুটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি আমার জানা নেই। #