
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে নতুন বছরের শুরুতে নতুন বই উৎসব আয়োজন করা হয়েছে। আজ ১ জানুয়ারি ২০২০ সকাল ১০ টায় পঞ্চগড় সদর উপজেলার ঘটবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে খগেন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে বই উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণী আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. জালাল উদ্দীন সম্পাদক ৪নং কাঃ কাঃ দিঘী ইউনিয়ন আওয়ামিলীগ, জগেশ চন্দ্র রায়,মোছাঃ রাহেনা খাতুন, জসেদা, আইবুল হক এবং এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেমুল হক, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ,আরোতি রানী, নুরজাহান প্রধান ও অভিভাবকবৃন্দ। এ সময় অতিথিরা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলেই বছরের শুরুতে শিক্ষার্থীরা তাদের নতুন বই পেয়ে যায়। বই নিয়ে শিক্ষার্থীদের আর কোনো ধরণের চিন্তা করতে হয় না। নিদিষ্ট সময়ে ফলাফল প্রকাশ এবং নিদিষ্ট সময়ে বই উৎসব করে শিক্ষার্থীদের মন জয় করেছে সরকার। শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে মহা খুশিতে মেতে উঠে। কচিকাঁচা শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুবেই আনন্দিত। প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন। ঘটবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র, চকলেট, নতুন বছরের নতুন বই পেয়ে মহা খুশি। তার এক প্রতিক্রিয়ায় সে বলে বইগুলো থেকে খুব সুগন্ধি পাচ্ছি।