![](https://crimepatrol24.com/wp-content/uploads/PicsArt_09-16-05.34.31-300x300.jpg)
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মুদি দোকানে মূল্য তালিকা না রাখা, অসাধু ব্যবসায়ীদের পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করার দায়ে আট ব্যবসায়ীকে ১১,৮শ’ টাকা জরিমানা করা হয়েছ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় ও জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ও পঞ্চগড় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনসহ পঞ্চগড় সদর উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
এসময় বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা সে বিষয়ে যাচাই, মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা, এ বিষয়ে বাজারের সকল ব্যবসায়ীদের সচেতন করা হয়। আবার কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করছে কিনা সে বিষয়ে ও যাচাই করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৮,০০০(আট হাজার) টাকাসহ মোট আটটি প্রতিষ্ঠানকে মোট ১১,৮শ’ (এগার হাজার আটশত) টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।