
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের সদর উপজেলায় ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের ঘটবর গ্রামের আনিসুর রহমান নামে এক ব্যক্তির মেয়ের উপবৃত্তির জমানো টাকায় কেনা গরু চুরি হওয়ার পর ৪টি গরুর মধ্যে ৩টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার(২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার অমরখানাখানা ইউনিয়নের চেকরমারি এলাকার একটি বাগান বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
গত ১৮ আগস্ট গভীর রাতে ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের ঘটবর গ্রামের আনিসুর রহমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে গরুগুলো চুরি হয়। এঘটনায় আনিসুর রহমান বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার আট দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি গরুর মধ্যে ৩টি গরু উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুুুলিশ।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটি গরু উদ্ধার করা হয়েছে। বাকী আরেকটি গরুসহ চোরদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।