
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় আব্দুল মালেক(৫০)নামের এক মাসের সা’জাপ্রাপ্ত এক প’লাতক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক আসামিসহ দুইজনকে গ্রে’ফতার করেছে ডিমলা থানা পুলিশ।গ্রে’ফতারকৃতদের বুধবার(১০ আগস্ট)দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার(৯ আগস্ট)দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই আখতারুজ্জামান ও প্রদীপ রায়ের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ময়দানের ডাঙ্গা নামক এলাকার নিজ বাড়ি থেকে সা’জাপ্রাপ্ত মালেককে গ্রে’ফতার করতে সক্ষম হন।সে ওই গ্রামের মৃত, রহিম উদ্দিনের ছেলে।মামলা সুত্রে জানা গেছে,এস/সি ২২৫/১৯ এর একটি মামলায় নীলফামারী জেলা যুগ্ন দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মালেককে ১৪/৬/২০২২ইং এক মাসের বিনাশ্রম কা’রাদণ্ড ও ১৫ হাজার ৭শ ৬০ টাকা অ’র্থদণ্ড প্রদান করেন।রায়ের পর থেকে আত্মগোপনে ছিলেন মালেক।অপরদিকে একইদিনে দিবাগত রাত ১টার সময় সিআর ১৫০/১৯ এর মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মজিমুদ্দিনের ছেলে নেয়ামত আলী(৪০)কে নিজ বাড়ি থেকে গ্রে’ফতার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রে’ফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।