
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের মোহনপুর প্রবাসী ইসলামী সংগঠনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াঁজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে ঘরে থাকা শতাধিক গরীব,দু:স্থ,অসহায় ও নিম্ন আয়ের নারী-পুরুষের মাঝে আজ বুধবার সকালে মোহনপুর গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব বিতরণের সময় সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন,সমাজসেবক বজলু মীর,ফয়েজ আহমেদ,বকুল চৌধুরী,প্রবাসী ইসলামী সংগঠনের অর্থ সম্পাদক আরিস মিয়া,ইব্রাহিম ও এখলাছ মিয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকালে মোহনপুর প্রবাসী ইসলামী সংগঠনের অর্থ সম্পাদক আরিস মিয়া বলেন, আমরা করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষজনকে সহযোগিতা করছি। আমাদের পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান।