আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে গাউছিয়া দারুল ক্বেরাত সিরাজনগর কমপ্লেক্সের শাখা কেন্দ্র গাউছিয়া মিরানীয়া নূরীয়া দরবার শরীফের অধীনে পরিচালিত নাসিরনগর কবরস্থান জামে মসজিদ নুরানী ইলমে ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী,পুরস্কার বিতরণ,সনদপত্র প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে মসজিদ প্রাঙ্গণে জামে মসজিদ কমিটির সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজ্বী মো: আবদুল মোতালিবের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি ও গাউছিয়া মিরানীয়া নূরীয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলক্বাদরী।প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মূফতি মাওলানা নজরুল ইসলাম আজিজি,দাতঁমন্ডল সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা এখলাছুর রহমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,মাওলানা মো: মাহমুদ উল্লাহ আশরাফী। এসময় ক্বারী মাওলানা আল-আমিন,মাঞ্জু মিয়া,মিন্নাত আলী,অবিদ খাঁ,মো: খুর্শেদ আলম,ফয়সাল ভূইয়া,রতন মিয়া,রাসেল আহমেদ,মোলাম মোস্তুফা,এখলাসুর রহমা,ইকবাল ভূইয়া ও নাজির মিয়াসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ,শিক্ষার্থী ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন। ক্বেরাতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ইসলামী বই তুলে দেয়া হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া মিরানীয়া নূরীয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলক্বাদরী।