
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির বন্দোবস্ত‘র কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান। অনুষ্ঠানে উপজেলা সদরসহ চাতলপাড়,পূর্বভাগ ও বুড়িশ্বর ইউনিয়নের খাস জমির বন্দোবস্তপ্রাপ্ত ২১টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিল ও নামজারী খতিয়ান হস্তান্তর করা হয়।এসময় সরকারি কর্মকর্তা,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা করা হয়।