
মোঃ মেহেদী হাসান ফারুক নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
নাগরপুরে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য নির্ধারিত এম্বুলেন্সের চাবি হাতে পান (নাগরপুর -দেলদুয়ার) গণমানুষের নেতা এম পি টিটু।
চাবি হাতে পাওয়ার পর তার শুভ সূচনা করলো হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বুধবার বিকেলে ঢাকা তেজগাঁও কেন্দ্রীয় ঔষাধাগার থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সেবায় নিয়োজিত নতুন এ্ম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর হাতে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কম্পাউন্ডে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম নতুন এ্ম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামানের নিকট বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,সহ অন্যান্য ডাক্তার ও গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।