মাোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর পৌরসভা এবং সদর উপজেলার চেহেলগাজী, শেখপুরা, শশরা ও আউলিয়াপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
“আমার পৌরসভা আমার ইউনিয়ন আমার দায়িত্ব-দিনাজপুর হবে বাল্যবিবাহ মুক্ত” প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিস ও দিনাজপুর মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজন করে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর শিশু একাডেমি সিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এরিয়া ম্যানেজার অরবিন্দ সিলবেস্টার গমেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম নিরসন কমিটির প্রকল্প কর্মকর্তা তাপস দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক মহাব্যাধি। এই বাল্যবিবাহ রোধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য, নিকাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, শিশু ফোরাম, যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশুশ্রম নিরসন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।