
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মিরাজ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১জুলাই) তেঁতুলিয়া সদর উপজেলার শালবাহান ইউনিয়নের খেরকিডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই এলাকার ডাবলু রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , বিকেলে খেলার সময় সবার অগোচরে মিরাজ বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।স্বজন এবং এলাকাবাসী অনেক খোঁজা-খুঁজির পর ওই পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেতেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুকুনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।