হালিম সৈকত, কুমিল্লা:
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুুর থেকে রাত অবধি বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর নির্দেশে তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীরা কলাকান্দি ইউনিয়ন ও বলরামপুর ইউনিয়নের খানেবাড়ি, মাছিমপুর, নাগেরচর, দূর্গাপুর ও পাঙ্গাশিয়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গণি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার নেতৃত্বে পূজা কমিটির সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ওসমান গণি ভূইয়া বলেন, ‘দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেজন্য বিএনপি’র পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কমিটি করে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ গোলাম জিলানী, হাজী মুকবুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাঃ রুবি ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আক্তার বেপারী, তোফায়েল হোসেন খান, মোঃ হেলাল ভূইয়া, সেলিম মোল্লা, আবু নেসার মেম্বার, তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সদস্য সচিব আল আমিন বাবু, জাসাসের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, কৃষকদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন ভান্ডারী ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম বিজয়, হারাধন রায়, রঞ্জন চন্দ্র দাস, হরিপদ মেম্বার, সঞ্জয় চন্দ্র দাস, লিটন সরকার, অরুন দাস, শিবু নমঃ,
প্রমুখ।
এছাড়াও তিতাস উপজেলার অন্যান্য ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।