আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সিরাজুল ইসলাম সবুজ (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে, সন্ধান চায় পরিবার।
নিখোঁজ সবুজ ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী এলাকার সরকার পাড়া গ্রামের মনিরুল ইসলাম নমিরুল ও সুফিয়া আক্তার রুপালী দম্পত্তির ছেলে। এ বিষয়ে সবুজের পিতা ২৩/০৮/২০২৩ইং তারিখে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নম্বার-১১৩২।
পরিবার সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম সবুজ ঢাকা শারুলিয়া ডেমরা থানা এলাকার চিটাগাং রোডের দারুন নাজাত কামিল মাদ্রাসায় ২০২৩ সালে দাখিল পরীক্ষা দিয়ে নিজ বাড়ীতে চলে আসে। ইতোমধ্যে পরীক্ষার ফলাফলে ৪.২৫ পেয়ে উর্ত্তীণ হয়। আগামী ৫ই সেপ্টেম্বর তার আলিমে ভর্তি পরীক্ষা ছিল। যার জন্য সে কোচিং করতে থাকে। পরিবারের লোকজন জানান, গত ২৫ মে থেকে নিজ বাড়ীতে অবস্থান করে। ঘটনার দিন ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে চিলাহাটি বাজারে বেড়াতে গেলে সেই থেকে সবুজ আর বাড়ী ফিরেনি। প্রায় সপ্তাহ ধরে আত্মীয়- স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও তার কোন সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেন সবুজের পিতা। কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে পিতা মনিরুল ইসলাম নমিরুল- ০১৭২০-০৬৬০৫৮ অথবা ডোমার থানা অফিসার ইনচার্জ- ০১৩২০-১৩৫৪৮০ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ করেন নিখোঁজ সিরাজুল ইসলাম সবুজের পরিবার।