আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের শীষে যেন মৃদু হাওয়ায় দুলছে কৃষকের হাসি। প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল ঘরে তুলবেন এমনটাই স্বপ্ন দেখছেন কৃষকেরা। হাট-বাজারে ধানের দাম বেশি হওয়ায় গত বছরের চেয়ে চলতি মৌসুমে ভালো দাম পাবেন এমন আশায় বুক বেঁধেছেন তাঁরা। ডোমার উপজেলার বোড়াগাড়ী ও জোড়াবাড়ী ইউনিয়ন ঘুরে দেখা যায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কৃষকরা ধান কেটে ঘরে তুলছেন। কৃষকের সাথে কৃষাণীদের অবদান কম নয়। স্ত্রী সন্তান নিয়ে অনেক কৃষক মাঠে ধান কাটা ও মাড়াইএর কাজ করে ব্যস্ত সময় পার করছেন। ফসলের খেতে শোভা পাচ্ছে সোনালি রঙের ধান। কৃষি অফিসের পরামর্শে চারা রোপন, সার, কীটনাশক ও নিয়মিত পরিচর্যার কারণে এবার উপজেলার প্রতিটি ইউনিয়নে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এমনটাই জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩হাজার ২শত ১৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় এ বছর ৬৭ হাজার ৪শত মেঃটনঃ ধান অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে শিলা বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ না হলে হাইব্রিড জাতের ধান থেকে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন অর্জিত হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর শিলা বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় বোরো ধান খেতে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়েছে। কৃষি অফিসের তদারকীর কারণে আকার ভেদে ৪৯ শতাংশ জমিতে ৪০ থেকে ৪২ মণ ধান ঘরে তুলতে পেরেছি। ধান কাটা, মাড়ায়, পরিবহন সব বাদ দিয়ে প্রতি শতাংশ জমিতে কৃষকদের খরচ করতে হয়েছে ১৪ থেকে ১৫ হাজার টাকা। তা বিক্র করে সংসারের খরচ মিটিয়ে দেনা পরিশোধ করতে পারবেন এমনটাই আশা করেন তারা।
বোতগাড়া এলাকার এলাকার চাষি ওলিয়ার রহমান জানান, ‘কৃষি অফিসের পরামর্শে ১০ বিঘা জমিতে ব্রি-ধান- লাগাই এতে বিঘা প্রতি ১৭/১৮ হাজার টাকা খরচ হয়। ধান পেয়েছি ২৭/২৮ মন। বাম্পার ফলনের সঙ্গে ভালো দাম পেয়ে অনেক খুশি তিনি।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, ‘জিরাসাইল, ব্রি-ধান ২৮ ও ব্রি-ধান ১০০ কাটা শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে উচ্চ ফলনশীল জাতের ধান কাটা শুরু হবে। মে মাসের ২৫ তারিখের মধ্যে পুরোপুরি ধান কাটা ও মাড়াই শেষ হবে বলে আশা করেন।