
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হকের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে ডোমার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম বাদশা’র সঞ্চালনায় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) বিশ্বদেব রায়, সহকারী শিক্ষক ওয়াকিল আহম্মেদ বাঁধন, রোস্তম আলী, ফারুক আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন অতিথিগণ।