আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উক্ত পূজামণ্ডপ পরিদর্শন করেন নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ডোমার পৌর এলাকার কেন্দ্রীয় হরিসভা মন্দির, সাহাপাড়া নিউ মিলন সংঘসহ বেশ কয়েকটি মণ্ডপের খোঁজ-খবর নেন তিনি।
পরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, সেনাবাহিনীর ডোমার ডিমলার দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর জাহিদ মাহামুদ, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, পূজা সমন্বয়ক উজ্জল কাঞ্জিলাল, প্রদীপ শর্মা, মণ্ডপ পরিচালনা কমিটির উপদেষ্টা নিখিল সাহা, অমিত দাস নয়নসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, ‘উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই -বেনেরা পূজা উদযাপন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’