
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে এনামুল হাসিব (এনাম মিয়া)’র দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় রংপুর ডক্টর্স ক্লিনিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ……..রাজিউন। রবিবার (৩ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে সোনারায় ইউনিয়নের খাটুরিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি খাটুরিয়া ধনিপাড়া গ্রামের সাবেক জেলা দায়রা জজ হিম্মত আলীর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর। তিনি ৩ পুত্র, ১ কন্যা ও ৬জন নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায়, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডোমার পৌর মেয়র, আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব রেজওয়ানুল রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সরকার, ডিমলা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার অপু, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সার্জেন (অবঃ) তহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদ আহমেদ শান্তসহ সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে তার বড় ছেলে এমদাদুল হাসিম কাজল পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্খী সকলের কাছে দোয়া কমনা করেন।