
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমারে আমবাড়ী অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮জানুয়ারি) সকাল ১১ টায় বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ওয়েসিস নীলফামালীর পরিচালক ড. জসিউর রহমান, জমি দাতা ডা. আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, বাবু রাম রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা আক্তার সুমা, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী রায় বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষক জানান, বিগত ৪ বছর যাবত উক্ত বিদ্যালয়টি পরিচালনা করে আসছি। বর্তমানে সেখানে শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সকলকে সহযোগিতা করার আহবান জানান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।