মঙ্গলবার (২৭অক্টোবর)শেষ বিকেলের দিকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচ গেট অতিক্রম করার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা সেচ ক্যানেলের পাশে পড়ে মারা যান তারা।নিহতরা হলেন-সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ের ছেলে রিংকু রায় (২১),একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায়(২২)ও দিনাজপুর জেলার পারবতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসজিৎ রায় (২৪)।
এলাকাবাসী সূত্রে জানা যায়,৩টি মোটরসাইকেলে করে ৭ থেকে ৮জন তিস্তা ব্যারেজ এলাকা ঘুরে নীলফামারীর সৈয়দপুরের দিকে ফিরছিলেন। এমন সময় দুইটি মোটরসাইকেল দ্রুত সুইচ গেট অতিক্রম করার চেষ্টা করায় একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সেই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে জলঢাকা সরকারি হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায়।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন,আহতদের স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছে।
জললঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
নিহতদের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।