crimepatrol24
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

টাকার জন্য আটকে আছে চিকিৎসা, পঞ্চগড়ে ছোট্ট আশরাফি বাঁচতে চায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১১, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
আশরাফি আক্তার, বয়স ৪। ছোট্ট এ শিশুটি হৃদরোগে (হার্ট ফুটো) আক্রান্ত। জন্মের পর থেকে হৃদরোগজনিত সমস্যা হার্ট ফুটোতে ভুগছে শিশুটি। জন্মের তিন মাস পর বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের মাধ্যমে বাবা-মা জানতে পারে আশরাফির হার্ট ফুটো। এদিকে হৃদরোগের কারণে শরীরের স্বাভাবিক গঠনেও বাঁধা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঠান্ডাজনিত রোগে মাঝে মধ্যে আক্রান্ত হচ্ছে শিশুটি। অপারেশনের জন্য ডাক্তার তিন মাসের সময় দিলেও টাকা সংগ্রহে চলে গেছে একমাস।
দিনমজুরের পরিবারের মেয়ে হওয়ায় আশরাফির চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অনেক কষ্টে টাকা জোগাড় করে চিকিৎসা করাচ্ছেন। এখন আশরাফির চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য পরিবারে আর নেই। তাই সকলের কাছে হাত পেতেছেন পরিবারটি।
পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের দিনমুজুর আরিফ হোসেনের মেয়ে আশরাফি।
পারিবারিকভাবে জানা যায়, জন্মের তিন মাস পর থেকে শিশুটি বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করে। প্রথমে চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও হাসপতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার শিশুটির অবস্থা দেখে পরীক্ষা দেয়। পরে ডাক্তার রিপোর্ট দেখে জানান, তার হার্ট ফুটো। সে জন্য আশরাফির স্বাস্থ্য ও গ্রোথ কম। ডাক্তার তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেয়। রংপুরে ডাক্তার একই কথা জানান এবং চিকিৎসা দেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়। ঢাকায় হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পর ডাক্তার ইকো করানোর পর বলেন হার্ট ফুটো থাকলেও বাচ্চার গ্রোথ হবে। কিন্তু আপনার বাচ্চার হচ্ছেই না। পরে অন্য আরেক হাসপাতালসহ বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শসহ টেস্ট করাতে থাকি। পরে ডাক্তার চিকিৎসা দিয়ে আল্লাহর উপর ছেড়ে দেয়। সবশেষে ঠাকুরগাঁও এ ঢাকা থেকে আসা এক ডাক্তারের চিকিৎসা নিলে তিনি দ্রুত তিন মাসের মধ্যে অপরারেশনের পরামর্শ দেন। না হলে সমস্যা আরো বেড়ে যাবে। ডাক্তার জানিয়েছে অপারেশন খরচ প্রায় ৪ লক্ষ টাকা লাগবে। তবে টাকার অভাবে বর্তমানে তার প্রাথমিক চিকিৎসা চললেও মূল চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে। এর মাঝে একমাস চলে গেছে, আর দুইমাস সময়। এদিকে দিন দিন আশরাফি শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছে পরিবারটি।
আশরাফির মা রুনা বেগম ও বাবা আরিফ হোসেন বলেন, চিকিৎসকরা দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। অপারেশনের জন্য খরচ হবে ৪ লাখ টাকা। টাকা না থাকায় অপারেশন করাতে না পেরে আমরা বাড়ি চলে এসেছি। কী করবো ভেবে পাচ্ছি না। সকলের কাছে একটাই অনুরোধ আমার বাচ্চার জন্য আপনারা আমাদের একটু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আর দোয়া করবেন।
দাদা আনিছুর রহমান বলেন, আমার নাতনীর জন্মগতভাবে হার্ট ফুটো। দারিদ্র পরিবার থেকে নাতনীর জন্য আমরা ব্যয় বহুল খরচ করেছি। বর্তমানে হাত প্রায় ফাঁকা। ডাক্তার অপারেশনের পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার জন্য অপারেশন বন্ধ রয়েছে। এই শিশুটির জন্য আপনারা সবাই আমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
আশরাফিকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারসহ স্থানীয়রা। সবার সহায়তায় সুস্থ হয়ে উঠতে পারে একটি হৃদয়। বাঁচতে পারে একটি প্রাণ।
সাহায্য পাঠানোর ঠিকানা : অ্যাকাউন্ট নম্বর- ০১০০২১২৯৯০৮৮৯, জনতা ব্যাংক, ৮২৭, পঞ্চগড় শাখা। বিকাশ (শিশুটির মামা সোহেল রানা) : ০১৭০৪৩৪৩৬১৮। যোগাযোগের নম্বর: আশরাফির মা রুনা বেগম. ০১৭০৭৪৭৩৩১৯।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মৎস্যজীবী লীগের কমিটি গঠন

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

নীলফামারীতে অবৈধ নসিমন চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

জামালপুরে ভুয়া মানবাধিকার কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক কাউসার গ্রেপ্তার

বরিশালে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলের কারাদণ্ড

নওগাঁয় পু‌লিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

ঝিনাইদহে জনগণের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’