ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার বাংলায় উচ্ছেদের কোন ঠাই নাই’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে হরিজন ঐক্য পরিষদের প্রতিবাদ সভা, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে শহরের পাঁয়রা চত্বরে ঘণ্টাব্যাপি এক মানবন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সেসময় তারা ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের মধ্য হতে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে প্রতিবাদ সভা, মিছিল ও স্মারকলিপি প্রদান করেন। এসময় সংঘটনের সভাপতি রবি বাশফোড়, সম্পাদক দর্পণ বাসফোড়সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।