
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : ৯ জুলাই বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকা ও লক্ষীরচর ইউনিয়নের উজানপাড়া গ্রামে অবৈধভাবে উত্তোলিত বালুসহ অবৈধ ড্রেজার, পাইপ ধ্বংস ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। আজ সকাল থেকে ভ্রাম্যমাB আদালতের অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদা বেগম। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদকৃত বেশ কয়েকটি বালুর স্তুপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বালু উত্তোলনকৃত ড্রেজিং মেশিনও ধ্বংস করার জন্যে জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালুর স্তুপ জব্দ করা হয়েছে। সেই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজিং মেশিং জব্দ করা হয়েছে।এটি একটি চলমান প্রক্রিয়া।এই অভিযান অব্যাহত থাকবে।