
এএসএম সা’-আদাত উল করীম : জামালপুরে দীর্ঘ ১৮ বছরের স্বনামধন্য এফ এম আইডিয়াল কলেজের সহশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর বেলা ৩টায় জামালপুর শহরের গোলাপবাগ রোড, জামালপুর উচ্চ বিদ্যালয় (নতুন হাই স্কুল) সংলগ্ন এফএম আইডিয়াল স্কুল এণ্ড কলেজের ক্যাম্পাসে স্কুল শাখার শুভ উদ্বোধন ও এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এফএম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ মো. ফেরদৌস আলী বলেন, সুদীর্ঘ ১৮ বছরের পথচলা আইডিয়াল কলেজ এখন সুপ্রতিষ্ঠিত। মানসম্পন্ন শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করার চিন্তা মাথায় আসে। সে লক্ষে এগিয়ে চলা, যা আপনাদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শে সফলতা পেতে পারে শতভাগ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবাসী অধ্যাপক আব্দুল মজিদ, কলেজ শিক্ষক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, প্রিন্সিপাল অধ্যাপক মতিউর রহমান স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলামসহ আরও অনেকে। কলেজ গভার্ণিংবডির সভাপতি বিশেষ কারণে অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মো. ফেরদৌস আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকাবাসী, স্কুল, কলেজ শিক্ষক, কলেজ শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ী প্রমুখ।