অনলাইন ডেস্কঃ
প্রত্যেকটি মুসলমানই জান্নাত লাভের আশা করে থাকেন। জান্নাতে যেতে হলে সে অনুযায়ী আমল করাও প্রত্যেকটি মুসলমানের জন্য একান্ত জরুরি। তাহলে আসুন জান্নাতে যাওয়ার সহজ আমলগুলো জেনে নিইঃ
১. প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন (আশ্হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ) এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। ☞ (সহিহ মুসলিম, হাদিস নং- ২৩৪)
২. প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। ☞ (সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২)
৩. প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর) পাঠ করুন ।এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। ☞ (সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮) সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন ।কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় ।আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। ☞ (সহিহ মুসলিম, মিশকাত হাদিস নং- ১৮০৩)
৪. প্রতিরাতে সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। ☞ (সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম হাদিস নং- ৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ১১৪০)
৫. রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন। ☞ (তবরানি, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫৬)৬. সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের,সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দেওয়া হবে। ☞ (সহিহ আবু দাউদ, হাদিস নং- ৫০৯১)
৬. সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন
তার চেয়ে বেশী সওয়াব আর কারো হবে না।☞ (সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৯২)
৭. সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন
কাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে। ☞ (নাসাই, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫১)
৮. বাজারে প্রবেশ করে- (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু য়্যুহয়ী ওয়া য়্যুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা য়্যামূত, বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর)পাঠ করুন, এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ
মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য ১ টি গৃহ নির্মাণ করা হবে। ☞ (তিরমিজি, হাদিস নং- ৩৪২৮,৩৪২৯)
৯. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তা’লা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ☞ (ইবনু হিব্বান, হাদিস নং- ৪৯৯, সহিহ তারগিব, হাদিস নং- ৩১৬)
১০. প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব-দুঃখী, বিধবা ও দুঃস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তা’লার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। ☞ (সহিহ বুখারি, হাদিস নং- ৬০০৭)
১১. মহিলারা ৪টি কাজ করবেন। ক. ৫ ওয়াক্ত সালাত আদায়, খ. রমজানের সিয়াম, গ. লজ্জাস্থানের হেফাজত,
ঘ. স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। ☞ (সহিহ ইবনু হিব্বান, হাদিস নং- ৪১৬৩ )
১২. ফজরের সলাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে ২ রাকাত ইশরাকের সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল ১ টি হজ ও উমরার সওয়াব
পাবেন। ☞ ( তিরমিজি, তারগিব হাদিস নং- ৪৬১)
.
(বি দ্রঃ শির্ক, বিদআত ও হারাম ভক্ষণ থেকে দূরে
না থাকলে কোন দোয়াই কবুল হয় না)