
ক্রাইম পেট্রোল ডেস্ক >>
আজ মঙ্গলবার যশোরের চৌগাছায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিবকুমার নামে একজনকে আটক করেছে পুলিশ। শিবকুমারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত ) উত্তমকুমার জানান।
জানা যায়, বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার অভিযান চালিয়ে কুষ্টিয়ার কুমারখালী শহর থেকে তাকে আটক করে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট শনিবার বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনয়নের দেবালয় গ্রামে হিন্দু সম্প্রদায়ের নন্দা উৎসব চলাকালে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিশু শিক্ষার্থীকে প্রতিবেশী শুকুমারের ছেলে শিবকুমার ধর্ষণ করে।পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে তার পরিবার। শিশুটি সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ২৪ আগস্ট শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে শিবকুমারকে আসামি করে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩।