জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২মার্চ জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসে দিবসটি উদযাপিত হয়।
ভোটাধিকার দিবস উদযাপনে প্রথম র্যালী করা হয়।পরে অন্যান্য কর্মসূচি শুরু হয়।
জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানটি উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে,সহকারী কর্মকর্তা নুরুল হুদার সঞ্চালনায় আরম্ভ হয়।
কেক কেটে দিবসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।বিশেষ অতিথি ছিলেন,চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি সহ সমাজসেবা ও কৃষি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এবিষয়ে নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘মুজিববর্ষের অঙ্গিকার,রক্ষা করব ভোটাধিকার।’এই প্রতিপাদ্যের আলোক সমগ্র দেশে দিবসটি উদযাপিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় আমরাও যথাসময় নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি উপযাপন করি।দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হল ভোটাধিকার নিশ্চিত করা।স্মার্ট কার্ড প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি রোধ করা।আবেদনের পরেও অবহেলায় স্মার্ট কার্ড নিতে না আসা ব্যক্তিদের খবর দিয়ে এনে কার্ড বিতরণসহ নতুন ভোটারদের ছবি তোলা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।