
কামরুল হক চৌধুরী :>> আজ ৬ এপ্রিল সোমবার বিকেলে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় অটোরিকশা চালক এবং দুস্থ অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি’র তহবিল থেকে প্রায় পাঁচশত প্যাকেট ত্রাণসামগ্রী দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় এম.পি সেলিনা ইসলাম বলেন, “আপনারা ঘরে থাকুন, করোনা ভাইরাসের বিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলুন। আমরা আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো। মেঘনার কোন মানুষ খাদ্যের অভাবে অভুক্ত থাকবে, এটা হবেনা ইনশাল্লাহ। আপনারা আতঙ্কিত হবেননা এবং কোন প্রকার গুজবে কান দেবেন না। ”
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস-চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইউনুস মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক ইয়াছমিন প্রধান প্রমুখ।।