মো. আনিছুল করিম, জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী শুক্রবার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
আলোচনা ও পুরস্কার বিতরনী পর্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান এর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ আবু হানিফ এবং অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। অনুষ্ঠান উপস্থাপনা করে মেঘলীনা দ্যুতি ও তাসফিয়া পূর্ণতা।
শিশুদের প্রতিযোগিতা পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাহিত্যিক সাংবাদিক আবু জাফর সাবু, অধ্যক্ষ জহরুল কাইয়ুম, অধ্যাপক অমিতাভ দাশ হিমুন।
গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক, সাংবাঁদিকের ও অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে