
শেখ মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি , গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া নামক স্থানে, সমবার দুপুরে অটো বাইক ও ট্রাকের মুুুখোমুখি সংঘর্ষে অটো বাইকের দুই যাত্রী গুরুতর আহত হয় । আহত দুই ব্যক্তিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি, আহত দুই ব্যাক্তির মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় । এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনা স্থল থেকে ট্রাক ও অটো বাইক থানার হেফাজতে আনা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।