
শেখ মো: সাইফুল ইসলাম ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার গণসংহতি আন্দলন উপজেলা কার্যালয়ের উদ্যোগে বেলকা ইউনিয়নের জিগাবাড়ি ও তারাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গণসংহতি আন্দলনের সকল নেতাকর্মীরা ।এ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দলনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, উপজেলা শাখার অন্যতম সদস্য বদিউর জামান বিপ্লব, সাজ্জাত হোসেন সাগর, সাকিল আহমেদ, মাহবুর রহমান, বিজয় আহমেদ বিলু, মোসারফ হোসেন জিম, সবুজ মিয়া প্রমুখ ।ত্রাণ বিতরণ কালে গণসংহতির সকল নেতৃবৃন্দ বন্যা কবলিত এলাকার স্থানীয় লোকজনের সাথে আলাপ করেন ও তাদের দু:খ- দুর্দশার খবর নেন ।বন্যাপরবর্তী সময়ে তীব্র খাদ্য সংকট চলছে বলে জানান এলাকাবাসী ।দুই সপ্তাহ পানিবন্দি থাকায় সকল কৃষিজমির সবজি ও ফসল নষ্ট হওয়ার কারণে বন্যার পানি নেমে গেলেও ওই এলাকাগুলোতে ভয়াবহ দুর্ভোগ দেখা দিয়েছে বলেও জানান বন্যা কবলিত এলাকার বানভাসি মানুষ।