ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপির সদর থানার অভিযানে অপহরণ মামলার নারী ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ আগস্ট ২০২৪ খ্রি, দুপুর ০২.৩০ হতে ০৬:৩০ ঘটিকার মধ্যে খুলনা থানাধীন আহসান আহম্মেদ রোডস্থ “ফিজিক্স ল্যাব” নামক কোচিং সেণ্টারের সামনে থেকে অ’পহরণকারী ১. কাজল মোড়ল আকাশ (২৩) সহ কতিপয় ব্যক্তির যোগসাজসে এক নারী ভিকটিম (১৫) কে ভ’য়ভীতি ও হু’মকি প্রদর্শনপূর্বক প্রাইভেটকারযোগে জো’রপূর্বক অ’পহরণ করে। এ সংক্রান্তে ভিকটিমের পিতা মোঃ মিজানুর রহমান এজাহার দায়ের করলে খুলনা থানার মামলা নং-১৫, তারিখ-২৭/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নি’র্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ রুজু পূর্বক এসআই(নিঃ) এইচ এম শহিদুল ইসলামের নিকট অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার একটি টিম নিয়ে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অ’পহরণকারীর অবস্থান শনাক্ত করেন।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. ভোর বেলায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় র্যাব-১৪ এর সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতঃ অ’পহরণকারী ১. কাজল মোড়ল আকাশ (২৩), পিতা-মৃত: জাহিদ মোড়ল, সাং-রাখালগাছি (সুগ্রাম), থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করা হয়।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. নারী ভিকটিম অ’পহরণকারী কাজল মোড়ল আকাশকে যথাযথ পুলিশ স্কটে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। খুলনা থানা কর্তৃক ভিকটিম উদ্ধার হওয়ায় তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ভিকটিম অ’পহরণের ঘটনায় জড়িত অন্যান্য অ’পহরণকারীদের গ্রেফতারের অভিযান, তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।’