ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সবাইকে সেদিকে নজর রাখতে হবে। যেসব প্রকল্প চলমান রয়েছে, তা সময়মতো শেষ করার জন্য বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম- দুর্নীতি সহ্য করা হবে না। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।’
ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে।’
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে এসে ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এর আগে উপদেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন। তার সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, নবাবগঞ্জের ওসি মমিনুল ইসলাম, নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. সামছুল ইসলামসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।