
রফিকুল ইসলাম : আধুনিক কুষ্টিয়ার উন্নয়নের রূপকার, মাটি ও মানুষের জননেতা, বাংলাদেশ আওয়ামীলীগের যু্গ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম এর নাম ফলক উম্মোচন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল এঁর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ নামফলকের উন্মোচন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকবৃন্দ।