
রফিকুল ইসলাম : শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া শহরতলীর জগতি এলাকায় ছেলের বউয়ের ওপর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে খোদেজান বিবি (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে ।
স্থানীয়রা জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পোড়াদহ থেকে রাজবাড়ীগামী শাটল ট্রেনের নিচে লাফ দিলে ঘটনাস্থলেই উক্ত বৃদ্ধার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যু ঘটে। উক্ত বৃদ্ধা তার ছেলের বউয়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে ।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ট্রেনের নিচে লাফ দিয়ে এক বৃদ্ধার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। অতঃপর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।