মোহাম্মদ মতিউর রহমান,জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় টিপরা বাজারের নিখোঁজ ফল দোকানদারের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ০১ জুন ২০২২ খ্রি.তারিখ বিকাল ০৪ টার দিকে মোঃ আমিনুল ইসলাম (৩৪) পিতা মোঃ নূরুল ইসলাম মাতাঃ মোছাঃ মরিয়ম বেগম গ্রামঃ গুনানন্দী পোস্টঃ উওর দূর্গাপুর উপজেলাঃআদর্শ সদর কুমিল্লা, গত ২৭ মে ২০২২ খ্রিঃ আনুমানিক ২ টায় মোঃ আমিন ইসলাম ক্যান্টঃবোর্ড কর্তৃক পরিচালিত কাচাঁ বাজার এলাকায় ফল ব্যবসায়ী ,দোকানের ফল ক্রয় করার জন্য নিজ বাড়ি হতে চাঁদপুর হাজিগঞ্জের উদ্দেশ্যে গমন করেন। রাত আনুমানিক ৮ টার দিকে ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের দুই দিন পর আমিনুল ইসলামের ভাইকে কে বা কাহারা ০১৭১৯৯৯২২০১ নাম্বার থেকে ফোন করে জানায়, তার ভাই ভৈরব হসপিটালে ভর্তি আছে তাকে বাঁচাতে ৫/৬ হাজার টাকা বিকাশে দিতে হবে। উক্ত ব্যক্তির পরিবার এ বিষয়ের পরিপ্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট সিলেট বাস কাউন্টারের পিছনে ফুলের দোকানদারগন পচা দুর্গন্ধের সৃষ্টি হলে ফুলের দোকানের পিছনের ড্রেনে অ’র্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে এএসপি সোহান (কুমিল্লা সার্কেল)আইসি নাজিরা বাজার পুলিশ ফাঁড়ি, ওসি কোতয়ালী,কুমিল্লা(সিআইডি)এস আই আক্তারুজ্জামান। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬ টায়.এস আই আক্তারুজ্জামান (সিআইডি) এর তত্ত্বাবধানে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।