কামরুল হক চৌধুরী :>> কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর বাজারে শনিবার রাত প্রায় ২টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুদি-মনোহারী, কনফেকশনারি এবং ফলের দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে যায়।অগ্নিকান্ডের খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে তৌহিদুর রহমান মুন্সী, নুরুল আমীন মুন্সী, ফারুক মুন্সি, বিল্লাল ভুইঁয়া, নজরুল ইসলাম, অহিদুর রহমান এবং আনোয়ার হোসেনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০লাখ টাকার অধিক হবে বলে দোকানদার এবং স্থানীয়রা জানান। রাতেই খবর পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় লোকজনসহ ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা
দেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান- বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকান্ডটি ঘটে থাকতে পারে।।