
আবু সায়েম,বার্তা কক্ষ:
রবিবার ১৯ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলামের সঞ্চালনা ও উপস্থাপনায় এ-উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), কিশোরগঞ্জ।
প্রধান অতিথি তার বক্তব্যে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান। সভাপতিত্ব করেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আলী। এসময় আলট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী উল কুজ্জাত ও মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।