আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে অনুমোদনহীন দোকান খোলা রাখার দায়ে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের টুনিরহাট বাজারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে দেখা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে অনুমোদনহীন দোকান খোলা রাখার দায়ে টুনিরহাট বাজারের টিনের দোকানদার মোঃ আব্দুল জলিলকে তিনহাজার টাকা এবং সেলুনের দোকানদার মোঃ নুর আলমকে দুইশত টাকা জরিমানা করা হয়েছে।সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।