
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প আয়োজিত মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় ডোমার চিকনমাটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাস্থ্য সহকারী বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু। এ সময় অতিথি হিসেবে প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর আনিসুর রহমান আনিস, প্রকল্পের এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার, স্বাস্থ্য পরিদর্শিকা আফরোজা খানম, এফপিআই নুরুজ্জামান রুপম প্রমুখ উপস্থিত ছিলেন। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উক্ত কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা গ্রহণকারী দুঃস্থ, গর্ভবতী এবং প্রসূতি মা ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন অতিথিগণ।
উল্লেখ্য, গত কয়েক দিনে উপজেলার প্রতিটি ইউনিয়নে উক্ত প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১ হাজার কম্বল বিতরণ করা হয় বলে কর্তৃপক্ষ জানান।