
Rule-78 : কোনো বাংলা বাক্যে কর্তার কোনোকিছু করতে হবে, বলতে হবে, যেতে হবে, খেতে হবে ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ have to/ has to+ মূল verb. এর present form+ Ext.
যেমন : আমার আগামীকাল ঢাকা যেতে হবে- I have to go to Dhaka tomorrow.
তাকে / তার পরীক্ষায় ভালো করতে হবে- He has to do well in the examination.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has to বসে আর অন্য সকল person-এ have to বসে।
Rule-79 : কোনো বাংলা বাক্যে কর্তার কোনোকিছু করতে হবে না, বলতে হবে না, যেতে হবে না, খেতে হবে না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ have not to/ has not to+ মূল verb. এর present form+ Ext.
or,গঠন : Sub.+do not/ does not+have to+মূল verb -এর present form+Ext.
যেমন : আমার আগামীকাল ঢাকা যেতে হবে না- I have not to go to Dhaka tomorrow.
or, I do not have to go to Dhaka tomorrow.
তাকে / তার পরীক্ষায় ভালো করতে হবে না- He has not to do well in the examination.
or, He does not have to do well in the examination.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has not to বসে আর অন্য সকল person-এ have not to বসে।
Rule-80 : কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনোকিছু করতে হবে? বলতে হবে? যেতে হবে? খেতে হবে? ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Have / Has+ sub.+ to+ মূল verb. এর present form+ Ext.+?
or,গঠন : Do/ Does +sub.+ have to/ has to+মূল verb-এর present form+Ext.+?
যেমন : আমার কি আগামীকাল ঢাকা যেতে হবে? Have I to go to Dhaka tomorrow?
Do I have to go to Dhaka tomorrow?
তাকে / তার কি পরীক্ষায় ভালো করতে হবে? Does he have to do well in the examination?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has বসে আর অন্য সকল person-এ have বসে।
Rule-81 : কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনোকিছু করতে হবে না? বলতে হবে না? যেতে হবে না? খেতে হবে না? ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Have? Has+ sub.+not to+ মূল verb. এর present form+ Ext.+?
Or, গঠন : Do/ Does + sub.+ not have to+ মূল verb-এর present form+Ext.+?
যেমন : আমার কি আগামীকাল ঢাকা যেতে হবে না? Have I not to go to Dhaka tomorrow?
or, Do I not have to go to Dhaka tomorrow?
তাকে / তার কি পরীক্ষায় ভালো করতে হবে না ? Does he not have to do well in the examination?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has বসে আর অন্য সকল person-এ have বসে।