
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) খ্রি. বিকাল ৩ ঘটিকায় পার্বতীপুর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ জনসভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এ, জেড, এম রেজওয়ানুল হক।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সফল মেয়র জনাব এ, জেড, এম মেনহাজুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে বিএনপিকে আগলে রেখেছে এ জেড এম রেজানুল হক। তাকে মনোনয়ন না দিয়ে গত ৫ আগস্ট এর পর আবির্ভূত এ কে এম কামরুজ্জামানকে দিনাজপুর- ৫ আসনের মনোনয়ন দেওয়ায় নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে অবিলম্বে উক্ত সিদ্ধান্ত বাতিলপূর্বক এ জেড এম রেজওয়ানুল হককে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

















